টুকলি মানেই রাজ চক্রবর্তী? পাল্টা জবাবে আত্মবিশ্বাসী পরিচালক

দক্ষিণী ছবির থেকে টুকে টুকে সিনেমা বানান রাজ চক্রবর্তী। এই বিষয়টি যেন সর্বজনবিদিত হয়ে উঠেছে। যদিও এখন নতুন ধারার ছবি তৈরি করে তাক লাগাচ্ছেন পরিচালক। তবে তাঁর এই ‘টুকলি’ খেতাব নিয়েও যে খুব একটা আপত্তি নেই সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন তিনি নিজেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর আবার প্রলয় ওয়েব সিরিজ। সেখানেও চরিত্রের লুক তিনি টুকলি করেছেন বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে মিল ছিল ঋত্বিক চক্রবর্তীর। অন্যদিকে, কৃতি স্যানোনের সঙ্গে মিল ছিল কৌশানীর। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন পরিচালক।
এই টুকলি করার প্রসঙ্গেই তিনি বলেন, “একসময় যেহেতু রিমেক বানাতাম তাই দর্শক বলেছেন। তাতে অসুবিধা কোথায়? এখন আর বানাই না। আর আমি কোনও ক্রাইম করিনি। সত্ব কিনে আমি ছবি বানাই নি। কারওর কাছে আমি খারাপ, কারওর কাছে আমি ভাল। কারওর কাছে আমি খারাপ। লোকে তো বলবেই। একসময় আমি টুকে কাজ করেছি। এখন তো আর করি না।”
প্রসঙ্গত, অভিনেতা রাহুলও অভিযোগের সুরে বলেছিলেন, “যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা…ট্রোলস ওয়েলকাম”।
যদিও এর পাল্টা জবাব দিয়েছিলেন রাজ। বলেছিলেন, ট্রেলর দেখে কখনোই পুরো সিনেমার বিষয় ধারণা করে নেওয়া উচিত নয়। যদি সিরিজ রিলিজের পর দেখা যায় মিল রয়েছে তখন তিনি জবাব দেবেন। এরপরেই রাজ চক্রবর্তী বলেন, “কোনও ব্যক্তি যদি অকারণে কারও নামে হঠাৎ বাজে কথা বলে তখন বুঝতে হবে, তার কোনও সমস্যা আছে”।