কুমিরের মুখের ভেতর মাথা! যুবকের কেরামতিতে অবাক নেটদুনিয়া

Published on:

কুমিরের মুখের ভেতর মাথা! যুবকের কেরামতিতে অবাক নেটদুনিয়া

জনপ্রিয় হওয়ার জন্য এমন কিছু ভিডিও তৈরি করেন কেউ কেউ যা দেখে চমকে যেতে হয়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য নিজের জীবনকে বাজি রাখতেও দুইবার ভাবেন না এরা। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। কুমিরের সঙ্গে কেরামতি দেখাচ্ছেন এক যুবক।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কুমিরের আক্রমণ থেকে কী ভাবে বাঁচতে হয় তাই হাসিমুখে দর্শককে দেখাচ্ছেন ওই যুবক। যেন সাহসিকতার প্রতিযোগিতা চলছে। কখনও কুমিরের লেজ ধরে টানছেন। আবার কখনও কুমিরের মুখের ভিতর নিজের হাত ঢুকিয়ে দিচ্ছেন তরুণ। এই দেখেই শিহরিত হয়েছেন দর্শকরা।

   
 ⁠

দিন কয়েক আগে এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটে। জলের তলায় ঘর-বাড়ি। ভদোদরা সহ একাধিক জায়গায় কুমিরের উপদ্রব লক্ষ্য করা গেছে। দুই ব্যক্তি একটি কুমিরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। তারা বন দপ্তরের কর্মী। এক ব্যক্তি স্কুটার চালিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে বসে থাকা ব্যক্তির কোলেই রয়েছে কুমির। কুমিরের মুখটি আবার বাঁধা।

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “ভদোদরাতে বিশ্বমতী নদীর কাছে কুমির পাওয়া গিয়েছে। দুই ব্যক্তি তাকে স্কুটারে করে বন বিভাগের অফিসে নিয়ে যাচ্ছে।” ইতিমধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।