খুশকির সমস্যায় নাজেহাল? ঘরে থাকা এই ছোট্ট একটি উপাদানেই হবে কেল্লাফতে

Avatar

Published on:

খুশকির সমস্যায় নাজেহাল? ঘরে থাকা এই ছোট্ট একটি উপাদানেই হবে কেল্লাফতে

চুল পড়া সমস্যা কমবেশি আমরা সকলেই নাজেহাল। এই চুল পড়ার অন্যতম কারণ খুশকি। খুশকি চুলের গোড়াকে দুর্বল করে দেয় যার ফলে মুঠো মুঠো চুল উঠতে থাকে। তবে একটা সামান্য ঘরোয়া উপাদান দিয়েই এই সমস্যা দূর করা যেতে পারে। শুধু কিভাবে ব্যবহার করতে হবে সেই পদ্ধতি জানলেই কেল্লাফতে।

ঘরে থাকা এক টুকরো কর্পূর সহায়ক হতে পারে। পুজোর কাজে কিংবা পোকামাকড় তাড়াতাড়ি যেমন কর্পূরের গুরুত্ব অপরিসীম তেমনই ত্বক এবং রূপচর্চায় এর গুনাগুন প্রচুর ।

   
 ⁠

মাথার ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কর্পূর। চুলের যত্নে যত্ন নিতে কর্পূর এবং নারকেল তেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষভাবে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে ব্যবহার করলে ত্বক হবে খুশকি এবং ছত্রাক মুক্তি।

  
 ⁠

আধ কাপ ঈষদুষ্ণ নারকেল তেলের মধ্যে ১ গ্রাম কর্পূর ভাল করে মিশিয়ে নিন। এরপর স্নান করার আগে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ওই মিশ্রণ ঘষে ব্যবহার করুন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই মিশ্রণ ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই ফল দেখতে পাবেন।