চুল পড়া সমস্যা কমবেশি আমরা সকলেই নাজেহাল। এই চুল পড়ার অন্যতম কারণ খুশকি। খুশকি চুলের গোড়াকে দুর্বল করে দেয় যার ফলে মুঠো মুঠো চুল উঠতে থাকে।
শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের সময়। তাই শীত আসার আগে থেকেই সতর্ক হতে শুরু করলে সমস্যা এড়ানো সম্ভব হবে অনেকটাই। অতিরিক্ত গরম জলে মাথা ধোওয়ার কারণেও খুশকির সমস্যা হতে পারে। তবে খুশকি থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন আয়ুর্বেদে।
এক চামচ দই, ৫-৬টি কারিপাতা এবং সামান্য একটু আদা নিয়ে এক সঙ্গে ভাল করে বেটে একটি পেষ্ট করে নিন। ওই মিশ্রণ মাথায় মেখে অন্তত পক্ষে আধ ঘণ্টা রেখে দিন।এরপর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে মাথায় শ্যাম্পু করে নিন।
কারিপাতা ত্বকে ছত্রাকজনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আদা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যৌগে পরিপূর্ণ। তাই সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি ব্যবহার করলে একমাসের মধ্যেই ফল পাবেন। এতে চুল যেমন পুষ্টি পাবে ঠিক তেমনই খুসকির সমস্যাও দূর হবে নিমিষেই।