যা নয় তার থেকে বেশি দেখানো হচ্ছে! সুচিত্রা সেনের চরিত্রে দর্শনার লুক প্রকাশ্যে আসতেই কটাক্ষ

Avatar

Published on:

যা নয় তার থেকে বেশি দেখানো হচ্ছে! সুচিত্রা সেনের চরিত্রে দর্শনার লুক প্রকাশ্যে আসতেই কটাক্ষ

নতুন দাম্পত্য আর কাজ, এই দুই নিয়েই আপাতত ব্যস্ত দর্শনা বণিক। আবার বলিউডের ওয়েব সিরিজেও দেখা মিলছে বঙ্গ তনয়ার। এবার সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। প্রকাশ্যে এসেছে তাঁর লুক।

পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’তে সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। অনেকেই ভেবেছিলেন এই চরিত্রে হয়তো মহানায়িকার নাতনি রাইমা সেনকে দেখা যাবে। কিন্তু দর্শনার ছবি প্রকাশ পেতেই আলোচনা শুরু হয়। তবে এই নিয়ে কি ক্ষুণ্ন রাইমা?

   
 ⁠

মোটেই না। বরং তিনি দর্শনার ছবিতে কমেন্ট করে লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা”। রাইমার থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত দর্শনা। পাল্টা তিনিও লেখেন, “অনেক ভালবাসা। আর অনেক অনেক ধন্যবাদ”। এদিকে স্ত্রীকে এই চরিত্রে অভিনয় করতে দেখে খুশি সৌরভও।

  
 ⁠

মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু তাঁর এই লুক তৈরি করেছেন। তবে এই ছবি প্রকাশ পেতে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। একজন লেখেন, দর্শনা যা নয়, তার চেয়েও বেশি তাঁকে দেখানো হয়। এর প্রতিবাদ করে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সৌরভ। সপাটে জবাব দিয়েছেন ওই জনৈক ব্যক্তিকে। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।