এবার নেটিজেনদের রোষের মুখে দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়ায় জুটছে একাধিক কটাক্ষ ও সমালোচনা। তাঁর সাম্প্রতিক এক কাজে রেগে আগুন অনুরাগীরা। হঠাৎ কী করলেন অভিনেত্রী যে এত ক্ষেপে গেল নেট দুনিয়া?
নতুন কাজে হাত দিয়েছেন দর্শনা। সেখানে ভোজপুরি গায়ক পবন সিং এর গানে দেখা যাবে তাঁকে। আর এতেই যত বিপত্তি। এই দেখেই ক্ষেপে গেছেন অনুরাগীরা। তাঁদের মতে, ভোজপুরি পর্নস্টার পবন সিং বাঙালি নারী নিয়ে নোংরা গান বানিয়ে বাঙালির অপমান করেছে যা নিয়ে। বাংলা পক্ষ বহু প্রতিবাদ করেছে।
অন্যদিকে কেউ বলছেন, বাংলার অভিনেত্রী দর্শনা বণিক এই পবন সিংয়ের সঙ্গে নাচের ভিডিয়ো রিলিজ করছে। দর্শনা বণিক বাঙালি জাতির একটা লজ্জা। একটি ছবি পোস্ট করেছেন দর্শনা, সেখানে দেখা যাচ্ছে, গায়কের কোলে দর্শনা বসে আছেন শাড়ি পরে।ক্যাপশনে লেখা, ‘কামিং সুন।
অধিকাংশ মানুষই সেখানে সৌরভ পত্নীকে কটাক্ষ করেছেন।
তবে কেউ কেউ অভিনেত্রীর হয়েও কমেন্ট করেছে। সেই জনৈক ব্যক্তির মতে, বাংলা প্রযোজক যদি এদের ব্যবহার করতে না পারে তাহলে পেটের দায়ে এদের তো কারও সঙ্গে কাজ করতে হবে নাকি। আবার একটা মন্তব্যে পাল্টা জবাব দিয়ে দর্শনা বলেছেন, নিজের চরকায় তেল দিন।