সন্তান এলেই বড় সিদ্ধান্ত নেবেন সৌরভ! নতুন অতিথির আগমন নিয়ে কী বললেন দর্শনা?

Avatar

Published on:

সন্তান এলেই বড় সিদ্ধান্ত নেবেন সৌরভ! নতুন অতিথির আগমন নিয়ে কী বললেন দর্শনা?

নতুন দম্পতি আর কাজ, এই দুই নিয়েই আপাতত ব্যস্ত দর্শনা ও সৌরভ। আবার বলিউডের ওয়েব সিরিজেও দেখা মিলছে বঙ্গ তনয়ার। এদিকে প্রায়ই রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় তিনি। তবে এবার দুই থেকে তিন হবেন কবে তাঁরা? এই নিয়ে জবাব দিলেন অভিনেত্রী।

অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্ব আরও গভীর হয়। এরপরেই ধীরে ধীরে ঘনিষ্টতা বাড়ে। সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। এরপর কেটেছে ৮মাস।

   
 ⁠

দাম্পত্যের খুঁটিনাটি প্রায়ই শেয়ার করে নিতে দেখা যায় তাঁদেরকে। দর্শনাকে নিয়ে সৌরভ বলেছিলেন, ‘নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।’

  
 ⁠

এবার পরিবার পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সৌরভের ধূমপানের অভ্যাস রয়েছে। তিনি এই অভ্যাস কবে ছাড়বেন জানতে চাইলে সৌরভ জানিয়েছিলেন ৪০ বছরে যখন তিনি বাবা হবেন তখন। এরপরেই গুঞ্জন ওঠে তাহলে কি শীঘ্রই সুখবর আসছে?

এই প্রশ্ন করা হয় দর্শনাকে। তিনি বলেন, “এখন তো একদমই নয়। আমাদের দু’জনেরই হাতে অনেক কাজ। তাই এ সব নিয়ে তো ভাবছিই না। আর সন্তানের দায়িত্ব নেওয়ার মতো পরিণত হইনি আমরা। তাই এখনই এ সব নিয়ে কিছু ভাবছি না”।