পায়ে পায়ে পেরোলো একটি বছর। প্রথম বিবাহ বার্ষিকীতে স্বামী সৌরভের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী দর্শনা বণিক। স্ত্রীকেও পাল্টা সারপ্রাইজ দিয়েছেন সৌরভ।
নতুন দাম্পত্য আর কাজ, এই দুই নিয়েই আপাতত ব্যস্ত দর্শনা ও সৌরভ। আবার বলিউডের ওয়েব সিরিজেও দেখা মিলছে বঙ্গ তনয়ার। এদিকে প্রায়ই রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় তিনি।
অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্ব আরও গভীর হয়। এরপরেই ধীরে ধীরে ঘনিষ্টতা বাড়ে। সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। এরপর পার হল একটি গোটা বছর।
ঘর সাজিয়ে স্ত্রীকে চমকে দিয়েছেন সৌরভ। প্রচুর উপহার ও ফুলের তোড়া দিয়েছেন স্ত্রীকে। একসঙ্গে কেক কেটেছেন দম্পতি। উষ্ণ আলিঙ্গন করে ভালোবাসা ফিরিয়ে দিলেন দর্শনাও। ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠেছে এই মুহুর্তের ছবি।
বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে দর্শনা লিখেছেন, “আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী”।
দাম্পত্যের খুঁটিনাটি প্রায়ই শেয়ার করে নিতে দেখা যায় তাঁদেরকে। দর্শনাকে নিয়ে সৌরভ বলেছিলেন, ‘নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।’
পরিবার পরিকল্পনা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, “এখন তো একদমই নয়। আমাদের দু’জনেরই হাতে অনেক কাজ। তাই এ সব নিয়ে তো ভাবছিই না। আর সন্তানের দায়িত্ব নেওয়ার মতো পরিণত হইনি আমরা। তাই এখনই এ সব নিয়ে কিছু ভাবছি না”।