সিরিয়াল

শত চেষ্টার পর খুশির খবর! ফিরছেন দয়াবেন, দারুন চমক তারক মেহেতা টিমে

তারক মেহতা কি উল্টা চশমা, বলিউডের সবথেকে বহুল চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিক জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল সিরিয়ালের মূল চরিত্রর দয়াবেন। কিন্তু একসময় তিনি সিরিয়াল ছেড়ে চলে যাওয়ায় ধারাবাহিকের টিআরপি কমতে থাকে। এই চ্যানেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ ছিল যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনা।

এখন সুখবর তারক মেহতা কা উলটা চশমা টিমের কাছে। কারণ ফিরছেন দয়াবেন ওরফে দিশা ভাকানি। প্রথমে সন্তান হওয়ার কারণে দিশা শো ছাড়েন। চ্যানেলকে জানিয়েছিলেন পরিবারকে সময় দিতে চান। পরবর্তীতে জানিয়েছিলেন, তিনি এবার নতুন কোনও চরিত্রে, নতুন কোনও কাজ করতে চান। তবে আবার পর্দায় দেখা যাবে চম্পকলালের পুত্রবধূকে।

প্রযোজক অসিত মোদি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “১৫ বছরের সফল জার্নিতে যে স্টারের অবদান আমরা কোনওদিন ভুলব না, তিনি হলেন দিশা ভাকানি। দর্শকদের তিনি অনেক হাসিয়েছেন, আমাদের সকলকে আনন্দ দিয়েছেন। আমরা সকলেই তাঁর ফেরার অপেক্ষা করছি। কথা দিচ্ছি ধারাবাহিকে দ্রুত ফিরবেন দিশা”।

দিশা ধারাবাহিক ছেড়ে দেওয়ায় কমে যাচ্ছিল শোয়ের টিআরপি। দিশার ধারাবাহিক ছাড়ার খবর শুনে মুষড়ে পড়েছিলেন দর্শকরা।১৫ বছর ধরে চলা এই ধারাবাহিক বর্তমানে আবারও ফিরে পাচ্ছে শোয়ের ছন্দ। খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির মেজাজ ভক্তমহলে।

Back to top button