পরিচালকের DDLJ-এর পছন্দের ‘রাজ’ ছিলেন অন্য কেউ! অভিনেতা নারাজ থাকায় এলেন শাহরুখ
বলিউডের যুগান্তকারী সিনেমাগুলির মধ্যে অন্যতম দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে। মুম্বাইয়ের মারাঠা মন্দিরে একটি শো বহুদিন ধরেই বরাদ্দ ছিল এই সিনেমার জন্য। রাজ সিমরানের জুটি রীতিমতো ইতিহাস গড়ে দিয়েছিল। কিন্তু জানেন কি এই রাজের চরিত্রে শাহরুখ খান নয় বরং অন্য একজন অভিনেতার অভিনয় করার কথা ছিল।
৯০ দশকে মুক্তি পেয়েছিল পরিচালিত এই সিনেমা। এই ছবির প্রতিটি দৃশ্যের লাইন বাই লাইন এখনো হয়তো মুখস্ত ভক্তদের। শাহরুখ খানের ভক্তরা এই সিনেমা যে কতবার দেখেছেন তার হয়তো কোন হিসেব নেই। কিন্তু অনেকেই জানেন না এই সিনেমা করার জন্য রাজের চরিত্রে প্রথমে শাহরুখ খান নয় বরং অন্য এক অভিনেতাকেই প্রথমে পছন্দ করেছিলেন পরিচালক। কিন্তু সেই অভিনেতা নারাজ থাকায় বাধ্য হয়ে নিতে হয়েছিল শাহরুখ খানকে।
ছবির পরিচালক আদিত্য চোপরার প্রথম পছন্দ ছিলেন সাইফ আলি খান। কিন্তু তিনি এই চরিত্রটি করতে রাজি হননি। সাইফ আলী খানের বাচনভঙ্গি এবং উচ্চারণের ধরনের জন্যই তাকে এই চরিত্রের জন্য পছন্দ করেছিলেন পরিচালক। কারণ নায়ক একজন প্রবাসী ভারতীয় তরুণ তাই সেই সমস্ত চরিত্রের সঙ্গে সেরফ আলী খানের উচ্চারণ ভঙ্গি অনেকখানি মানানসই। সেই সব দিক থেকে খতিয়ে দেখেই পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু সময় দিতে না পারায় এই চরিত্রের জন্য বিকল্প হিসেবে শাহরুখ খানকে বেছে নেন পরিচালক।
এরপরেই কালজয়ী এই চরিত্রে অভিনয় করেন বলিউডের বাদশা শাহরুখ খান। এই চরিত্রে অভিনয় করার পর শাহরুখ খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন বলিউডের বাদশা। স্মারক কাজলের এই সিনেমার জুটি আজও অমলিন ভক্তদের মনে।