ছবিটি নোংরা! জিনাত আমানকে তুলোধোনা করেছিলেন দেব আনন্দ

Published on:

লিভ ইন নিয়ে খুল্লামখুল্লা জিনাত আমান! অভিনেত্রীর তীব্র বিরোধিতা করলেন তাঁরই দুই সহকর্মী

৭০-৮০ এর দশকে পর্দা কাঁপানোর জন্য জিনাত আমান নামটাই ছিল যথেষ্ট। হট এবং সাহসের নাম ছিলেন তিনি। তার বোল্ডনেসে মুগ্ধ ছিল গোটা দুনিয়া। বয়সের সাথে সাথে চেহারায় ছাপ পড়লেও একই রকম ভাবে বোল্ডনেস ছড়াচ্ছেন এই অভিনেত্রী। তবে তাঁর এই বোল্ড ছবির জন্যই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর নিন্দে করেছিলেন খোদ দেব আনন্দ।

১৯৭৮ সালে পরিচালক রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবিতে একাধিক বোল্ড পোশাকে ধরা দিয়েছিলেন জিনাত। তাঁর উপস্থিতি উষ্ণতা ছড়িয়েছিল থিয়েটারে। সেই সময় ওই রকম বোল্ড দৃশ্য ও পোশাক রীতিমত আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল।

   
 ⁠

তবে শশী কাপুরের সঙ্গে জিনাত আমানের এই ছবি দেখে নিন্দে করেছিলেন দেব আনন্দ। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, ছবিটি নোংরা। পাল্টা প্রশ্ন করেছিলেন, কীভাবে ক্যামেরা ফোকাস করেছিল জিনাতের শরীরে। ছবি তৈরির সময়ই সকলে জানতেন জিনাতের উপস্থাপনার জন্যই তাঁকে সকলে মনে রাখবে।

  
 ⁠

কিছুদিন আগেই বিয়ের আগে লিভ ইন সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার একান্ত ব্যক্তিগত মত যে বিয়ের আগে অবশ্যই লিভ-ইন করা উচিত৷ কেউ যদি রিলেশনশিপে থাকেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই তার আগে একসঙ্গে থাকা উচিত৷ আমি আমার সন্তানদেরও এই একই কথা বলেছি৷ কারণ কোনও একটা সম্পর্কে বাঁধা পড়ার আগে নিজেরা কতটা কমফোর্ট সেটাও দেখা উচিত”।

বর্ষীয়ান অভিনেত্রীর মতে, “সারাদিনের মধ্যে কয়েক ঘন্টা একসঙ্গে থাকাটা সেরা মনে হতেই পারে? কিন্তু একসঙ্গে বাথরুম শেয়ার করা, মন খারাপ থাকলে ঝড় সামলানো, রাতের খাবার নিয়ে সমস্যা এসব তখনই শুরু হয় যখন দুটো মানুষ একসঙ্গে থাক? তাই পুরো জীবনটা সুখে-শান্তিতে কতটা কাটাতে পারবেন, তা বিয়ের আগে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি৷ সমাজ লিভ-ইন নিয়ে আজও কটাক্ষ করলেও আমার মনে হয় সবকিছুর উর্ধ্বে হল জীবন৷”