প্রথম সন্তানের জন্মের আগেই জরায়ুতে সমস্যা! অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন দেবিনা

Published on:

এন্ডোমেট্রিওসিসে ভুগছেন দেবিনা! কী এই রোগ? এখন কেমন আছেন অভিনেত্রী?

বিয়ের এক দশক পর তাঁদের জীবনে আসে লিয়ানা। তাঁদের ছোট মেয়ের নাম দিবিষা। আপাতত দুই মেয়েকে নিয়ে ভালই কাটছে তাঁদের। তবে এর মধ্যেই নিজের শারীরিক সংকটের কথা জানালেন অভিনেত্রী। জরায়ুর সমস্যায় ভুগছেন তিনি।

এন্ডোমেট্রিওসিসে ভুগছেন দেবিনা। কী এই রোগ? সম্প্রতি শপিং মলে গিয়ে একটি ভিডিও করেন তিনি। সেখানে তিনি বলছেন, “এন্ডোমেট্রিওসিস এমন এক সমস্যা যা কখনও আপনার পিছু ছাড়ে না। হ্যাঁ, একটা ছোট্ট অপারেশন করাতে হয়। তার পর কিছুটা ভালো থাকবেন। কিন্তু এই সমস্যা আবার ফিরে আসে”। তাঁর প্রথম সন্তান জন্মের আগে পিরিয়ড চলাকালীন প্রবল যন্ত্রণা হত। তখন চিকিৎসকের কাছে গেলে এই রোগ ধরা পড়ে।

   
 ⁠

এই সমস্যা থাকলে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত ও তীব্র ব্যথা হতে পারে। জরায়ুতে ‘এন্ডোমেট্রিয়াম’ নামের এক স্তর থাকে, এই স্তরের টিস্যু যদি জরায়ুর বাইরে চলে আসে তখনই এই সমস্যা দেখা দেয়।

  
 ⁠

কলকাতায় শোভাবাজারে বেড়ে উঠেছেন দেবিনা। এরপর রামায়ণ অভিনয় করতে গিয়ে আলাপ হয় গুরমিতের সঙ্গে। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। কাজ থেকে কিছুদিন ব্রেক নিয়েছেন দেবিনা।