বিচ্ছেদের জল্পনা! বিশেষ দিনে বিশেষ ছবি দিয়ে নিন্দুকদের মুখে ছাই দিলেন দেবলীনা

Published on:

বিচ্ছেদের জল্পনা! বিশেষ দিনে বিশেষ ছবি দিয়ে নিন্দুকদের মুখে ছাই দিলেন দেবলীনা

টলিউডে এখন ঘর ভাঙার হিড়িক। যীশু-নীলাঞ্জনা হোক কিংবা ঋষি কৌশিক-দেবযানী একের পর এক দম্পতির সংসার ভাঙছে। আর এই সব দেখেই রীতিমত আতঙ্কিত দেবলীনা কুমার ও গৌরব চক্রবর্তী। এমনকি এই নিয়ে আশঙ্কা প্রকাশও করেছিলেন তাঁরা। এবার ছবি প্রকাশ করে নিন্দুকদের মুখে ছাই দিলেন তাঁরা।

উত্তম কুমারের পরিবারে বিয়ে করে দিব্যি সুখে সংসার করছেন অভিনেত্রী। ক্যারিয়ার ও পরিবার একই হাতে সামলাচ্ছেন দু জায়গা। ২০২০ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন গৌরব-দেবলীনা। বিয়ের পর দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে প্রায় ৪ বছর কাটিয়ে ফেলেছেন গৌরব-দেবলীনা।

   
 ⁠

ঘর ভাঙার খবরে এই দম্পতি মতে, যাঁদের অনুপ্রেরণা বলে মনে করা হয়, তাঁদের জীবনে খারাপ কিছু ঘটলে অন্যরকম অনুভূতি হয়। মন খারাপ হয়। তাই এই ভাঙনের খবরগুলোও দেবলীনা এবং গৌরবকে
উদ্বিগ্ন করে তুলেছে। কিন্তু এই সবের মাঝেও নিজেরা নিজেদের মত করে ভালো থাকার চেষ্টা করছেন।

  
 ⁠

গৌরব স্পষ্ট বলেন, “বিনোদন দুনিয়ার মানুষদের বাকিরা সমাজমাধ্যমের পোস্ট দিয়ে বিচার করেন। আমাদের সম্পর্ক নিয়ে সেটা করতে গেলে ঠকতে হবে”। এদিকে তাঁদের মধ্যেও বিচ্ছেদের খবর রটেছিল। এই মুহুর্তেই এমন একটা ছবি দিলেন সোশ্যাল মিডিয়াতে, যা একেবারে বন্ধ করে দিল নিন্দুকদের মুখ। বিয়ের পুরোনো ছবি দিয়ে লিখলেন, ‘আমাদের হোয়াইট ওয়েডিংয়ের ৪ বছর’।