সত্যিই কি সাত পাকে বাঁধা পড়লেন দেবলীনা-ভাস্বর? এবার মুখ খুললেন অভিনেতা

টলি পাড়ায় উঠেছে জোর গুঞ্জন। আবার কি নতুন জুটি তৈরি হল রিয়েল লাইফে? দেবলীনা দত্ত আর ভাস্বর চট্টোপাধ্যায় কি বিয়ে করলেন? সম্প্রতি এক ছবি পোস্ট করেছেন তাঁরা। আর সেই ছবি ঘিরেই যত কাণ্ড। তবে এবার এই জল্পনার যবনিকা পতন ঘটালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, একই রঙের পোশাক পরেছেন দুজন। বিয়ের সাজ দেবলীনার। সঙ্গে মাথা ভর্তি সিঁদুর। দেবলীনাকে জড়িয়ে রয়েছেন ভাস্বর। এই একই ছবি পোস্ট করেছেন দুজনেই। একজন ক্যাপশনে লিখেছেন, ডান। অন্যজনের ক্যাপশন, ডাস্টেড।
দেবলীনা দত্ত, এবং তথাগত মুখোপাধ্যায় এর বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। অন্যদিকে, ভাস্বর চট্টোপাধ্যায়। উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিয়ে হলেও আলাদা থাকেন তাঁরা। তবে কি এইভাবেই একে একে দুই হচ্ছে? বিতর্ক উস্কে দিয়েছেন দুজনেই।
এরপরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি নিয়ে করলেন এই দুজন। যদিও এই নিয়ে কেউ কেউ আবার বলেছিলেন কোনো ছবির দৃশ্য হতে পারে। এবার এই নিয়ে মুখ খুললেন ভাস্বর। তিনি জানান, সৈকত দাসের আগামী ছবির নায়ক-নায়িকা তারা। এর আগেও দেবলীনার সঙ্গে ওই একই পরিচালকের ছবিতে কাজ করেছিলেন তারা। যে ছবি পোস্ট করা হয়েছে তা ফুলশয্যার একটি দৃশ্য ছিল। সুতরাং এই নিয়ে বিতর্কের কোনও জায়গাই নেই।