একচেটিয়া ভিলেনের অভিনয়ে দর্শকদের মন জয়! হঠাৎই ব্যাকফুটে গিয়ে হারিয়ে গেলেন এই অভিনেতা

Avatar

Published on:

একচেটিয়া ভিলেনের অভিনয়ে দর্শকদের মন জয়! হঠাৎই ব্যাকফুটে গিয়ে হারিয়ে গেলেন এই অভিনেতা

ইচ্ছে ছিল পুলিশ কর্মী হওয়ার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছের পরিবর্তন হয়। হঠাৎ করেই ঝোঁক বাড়ে অভিনয়ের দিকে। এরপরই স্কুল থেকে যাওয়া আসার পথে ঢুকে পড়া হয় রঙ্গভবন নামে একটি নাট্যমঞ্চে। ব্যাস সেখান থেকেই শুরু। এরপর দাপিয়ে অভিনয় বলিউডে। একচেটিয়া ভিলেনের অভিনয় করে দর্শকদের মন জয়। কিন্তু তারপর এই হঠাৎ করে হারিয়ে গেলেন এই অভিনেতা। কথা হচ্ছে বিখ্যাত অভিনেতা দীপক শিখরেকে নিয়ে।

নানা পাটেকার, রাজকুমার, সদাশিব এই সমস্ত ভিলেনদের কথা বলতে গেলেই তাদের সঙ্গে যার নাম অবশ্যই নিতে হয় তিনি হলেন দীপক শিখরে। ৯০ এর দশক থেকে ২০০৫ সাল পর্যন্ত বলিউডে ভিলেনের চরিত্রে একচেটিয়া অভিনয় করে গিয়েছেন তিনি। অমরেশ পুরীর পর দাপটে ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য তার দাগ পড়তো সর্বত্র।

   
 ⁠

নিজের লুক এবং অভিনয় দক্ষতার গুণে বলিউডের সহজেই তার পায়ের তলার জমি শক্ত হয়েছিল। একের পর এক হিট ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে এখন তাকে আর সেরকমভাবে সিনেমায় দেখা যায় না। মাঝেমধ্যে দু-একটা মারাঠি ছবি এবং ওয়েব সিরিজের ছোটখাটো চরিত্রে অভিনয় করেন এই দাপটে অভিনেতা।

  
 ⁠

জানা যায় ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। রঙ্গভবন নামে একটি নাট্য মঞ্চ ছিল তার স্কুলের পাশে সেখানে তিনি ওই নাট্য দলের কর্মীদের অভিনয় দেখতেন। এরপর সেই নাট্য কোম্পানিতে যোগ দেন তিনি। একদিন পথনাটিকা করতে গিয়ে বিখ্যাত পরিচালক গোবিন্দ নিহালনির নজরে পড়েন। এরপর তার ছবি আক্রোশ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পান এই অভিনেতা।

তবে অভিনেতার ভাগ্য বদল আসে মুকুল এস আনন্দের ছবি অগ্নিপথে। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। এরপরেই কাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০০৫ সালের পর থেকেই বের নিম্নমুখী হয় গ্রাফ। মনে করা হয় ছবির ধারা বদল হতেই ধীরে ধীরে ব্যাগ ফুটে যেতে থাকেন এই অভিনেতা। নতুন ধরনের ছবিতে যে রকম ভিলেনের প্রয়োজন তার সঙ্গে হয়তো মিল ছিল না। দীপক শিখরের চরিত্রের চাহিদা, আর তাই ছবির প্রস্তাব আসাও কমে যায় তার কাছে।