দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এখন আপাতত কাজ থেকে দূরে রয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। এই দিনটি শুরু হয় অভিনেত্রীর বিশেষ একজনের শুভেচ্ছা বার্তা দিয়ে।
বাহুবলীর নায়ক প্রভাস তাঁর অন্যতম পছন্দের নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন। দীপিকার ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার চোখে সর্বকালের সেরা নায়িকা তুমি। তোমার ঝুলিতে পৃথিবীর সমস্ত খুশি, সাফল্য উপচে পড়ুক। খুশিতে ভরে থাকো প্রতি মুহূর্তে”।
মেয়ের জন্মের পর এটাই প্রথম জন্মদিন তাঁর। তাই এবারের জন্মদিন স্পেশাল অভিনেত্রীর কাছে। এদিকে মেয়ের জন্মের কয়েকদিনের মধ্যেই এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দীপিকা। ঐশ্বর্য রাইয়ের দেখানো পথেই হাঁটছেন দীপিকা। সন্তানের সমস্ত কাজ তিনি একা হাতেই করতে চান। আর সেই জন্যই কাজ থেকে লম্বা বিরতি নিয়েছেন।
দীপিকা তো এখন শ্যুটিং ফ্লোর থেকে দূরে। এখন তিনি ব্যস্ত তাঁর মাতৃত্ব নিয়েই। এদিকে কল্কি ২৮৯৮ এডি ছবির সিক্যুয়েল তৈরি হবে। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হয়েছে দীপিকাকে।
শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।