মেয়ের পরিচর্যায় ব্যস্ত দীপিকা! অভিনেত্রীর জন্য আটকে এই বড় ছবির শুটিং

Published on:

মেয়ের পরিচর্যায় ব্যস্ত দীপিকা! অভিনেত্রীর জন্য আটকে এই বড় ছবির শুটিং

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। জন্মের কয়েকদিনের মধ্যেই এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দীপিকা। ঐশ্বর্য রাইয়ের দেখানো পথেই হাঁটছেন দীপিকা। সন্তানের সমস্ত কাজ তিনি একা হাতেই করতে চান। আর সেই জন্যই কাজ থেকে লম্বা বিরতি নিয়েছেন।

সন্তান প্রসবের পর কোনও রকম ন্যানি রাখতে পছন্দ করেননি ঐশ্বর্য। নিজের হাতে সদ্যজাতের যাবতীয় কাজ করে মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিয়েছিলেন তিনি। এবার সেই পথে হাঁটতে চলেছেন দীপিকাও। তিনিও ন্যানি রাখার বিপক্ষেই। নিজেই দেখাশোনা করবেন মেয়ের।

   
 ⁠

দীপিকা তো এখন শ্যুটিং ফ্লোর থেকে দূরে। এখন তিনি ব্যস্ত তাঁর মাতৃত্ব নিয়েই। এদিকে কল্কি ২৮৯৮ এডি ছবির সিক্যুয়েল তৈরি হবে। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হয়েছে দীপিকাকে। তবে কি কল্কি-র সিক্যুুয়াল থেকে বাদ যেতে পারেন দীপিকা?

  
 ⁠

প্রযোজক জানান, ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে এখন দীপিকাকে ছাড়া বাকি অংশের শুটিং হচ্ছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে।

জানা যাচ্ছে, রণবীর কাপুর-আলিয়া ভাট অথবা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো এখনই মেয়ের ছবি সামনে আনবেন না দীপিকা ও রণবীর।শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।