অন্তঃসত্ত্বা অবস্থাতেই বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছিল দীপিকাকে। সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে নিজের সমস্যার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আর তার এই সমস্যা রণবীর সিংকেই সমাধান করতে হয়েছে বলেও মত দিয়েছিলেন নেটিজেনদের একাংশের। তবে কি সমস্যায় পড়লেন লেডি সিংঘম?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দীপিকা লেখেন, “এসির সুইচ অন করার মিনিট দিয়েক পরই আমার ঠান্ডা লাগছে তাই সুইচ অফ করে দিচ্ছি। তার পর আবার গরম লাগছে, আবার সুইচ অন করে দিচ্ছি। এই লুপের মধ্যেই আটকে গিয়েছি আমি”। দীপিকার এই মজার পোস্ট দেখে ভক্তরা জানিয়েছেন এই সমস্যার সমাধান একমাত্র রণবীরই করতে পারবে।
দীপিকা পাড়ুকোনের পরিবারে এসেছে নতুন অতিথি। গতবছর সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হয়েছে তাদের সন্তান। প্রথমদিকে এনিয়ে মুখ না খুললেও সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্টে জল্পনার খানিকটা নিরসন হয়েছিল। যদিও সেই সময়ও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি।
রোহিত শেট্টির নতুন ছবি ‘সিংহম আগেইন’ ছবির শুটিং করেছেন তিনি জোর কদমে। সেখানেই ক্যামেরা বন্দী হয়েছেন তিনি। পুলিশের উর্দিতে শুটিং ফ্লোরে হাজির দীপিকা। এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও গত বছর অক্টোবর মাসেই অভিনেত্রীর চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল।