উন্মুক্ত বেবিবাম্প, ঠিকড়ে বেরোচ্ছে প্রেগন্যান্সি গ্লো! সাদা কালো ছবিতে মোহময়ী দীপিকা

Avatar

Published on:

উন্মুক্ত বেবিবাম্প, ঠিকড়ে বেরোচ্ছে প্রেগন্যান্সি গ্লো! সাদা কালো ছবিতে মোহময়ী দীপিকা

হাতে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান। প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। অন্তঃসত্তাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এবার এমন ছবি দিলেন শেষ বেলায় যা দেখে মুগ্ধ গোটা অনুরাগী মহল।

দীপিকার মা হওয়া নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছিল। গুঞ্জন উঠেছিল সারোগেসির মধ্যে দিয়ে ঘরে আসছে সন্তান। সব নিয়ে জোর আলোচনা তখন নতুন সদস্যকে স্বাগত জানানোর দিন কয়েক আগেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে এক মাতৃত্বকালীন ফটোশুট করলেন দীপিকা। বেবিবাম্প দেখিয়ে ছবি তুললেন তিনি।

   
 ⁠

ছবি দেখে প্রশংসার পাশাপশি কটাক্ষও জুটেছে। অনেকেই সমালোচনা করেছেন। নির্লজ্জ বলেও দাগিয়ে দিয়েছেন অনেকে। তবে সাদা কালো ওই ছবি জুড়ে প্রশংসাও কিছু কম হয়নি। নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি সকলেই।

  
 ⁠

রণবীর-দীপিকার ঘনিষ্ট মহল সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন দীপিকা। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি। এই তারিখেই যে জন্মাবে সে তা নিশ্চিত করে কখনও বলা যায় না। সময় সাধারণত একটু এগিয়ে আসে। এই মুহূর্তে কাজ থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

নায়িকা আপাতত ব্যস্ত তাঁর সন্তানের জন্য নার্সারি তৈরি করতে। হবু সন্তানকে নিয়ে সেখানেই থাকবেন তিনি। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।