ছয় বছরের সাংসারিক জীবন। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আর ইতিমধ্যেই এসেছে তাঁদের সন্তান। তবে এবার পুরোনো প্রেম নিয়ে এক মন্তব্যের ভিডিও ভাইরাল হল। সেখানে আত্মোপলব্ধির কথা শোনা গেল
সম্প্রতি এক টক শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীপিকা বলছেন, “জীবনে কখনও কোনও মানুষের উপর নির্ভর করবেন না। সেই মানুষটা চলে গেলে আনন্দে থাকার কারণটাও চলে যাবে। জীবনে নিজের আনন্দের দায়িত্ব নিজেকেই নিতে হয়”।
বলিউডের আইডিয়াল জুটিগুলির মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর জুটি। রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বেশ খানিকটা মুষড়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখনই তার জীবনে আসেন রণবীর সিং। এরপরই ভীষণভাবে রঙিন হয়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক খারাপের কারণ হিসেবেও দীপিকাকেই বর্তমানে দায়ী করছে নেটপাড়া। সেই কারণে নাকি আজ পর্যন্ত ক্যাটরিনার সঙ্গে তিক্ততা বজায় রেখেছেন অভিনেত্রী। ক্যাটরিনাও দীপিকাকে এড়িয়ে চলেন