রণবীরকে এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছিলেন দীপিকা! তারপরেই নিলেন কঠিন সিদ্ধান্ত

Published on:

রণবীরকে এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছিলেন দীপিকা! তারপরেই নিলেন কঠিন সিদ্ধান্ত

রণবীরের সঙ্গে ক্যাটরিনা, দীপিকা পাড়ুকোন সহ অনেকেরই নাম জড়িয়েছিল। যদিও বাকি সবাইকে পেছনে ফেলে আলিয়া ভাটকে বিয়ে করেছেন তিনি। কিন্তু এখনও তাঁকে চরিত্রহীন বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু শোনা যায়, দীপিকাকে ঠকিয়েই ক্যাটরিনাকে ডেট করেছেন তিনি। আর সেই কারণেই ভেঙেছে তাঁদের সম্পর্ক।

রণবীরের কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিলেন দীপিকা। মন ভেঙে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলেন কোনওদিন কোনও সম্পর্কে যাবেন না। যদিও পরে দুজনেই আলাদা আলাদা ভাবে সম্পর্কে জড়িয়ে বর্তমানে সুখে বিবাহিত জীবন যাপন করছেন।

   
 ⁠

দীপিকাকে বলতে শোনা গিয়েছিল, তিনি বেশ বুঝতে পারতেন, রণবীর তাঁকে মিথ্যে বলছেন। দীপিকা একবার তো হাতে নাতেও ধরেছিলেন রণবীরকে।। তিনি নিজে দেখেছিলেন রণবীরকে এক মহিলার সঙ্গে। তখন থেকেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

  
 ⁠

এক পডকাস্ট অনুষ্ঠানে রণবীর বলেন, “আমি দু’জন সফল অভিনেত্রীর সাথে ডেট করেছি। আমি একজন ক্যাসানোভা। আমার জীবনের একটি বড় অংশের জন্য আমাকে প্রতারক হিসাবে চিহ্নিত করা হয়েছিল বা আমি এখনও আছি”। রকস্টার অভিনেতা এর আগে কখনই নিশ্চিত করেননি যে তিনি আসলে কোন অভিনেত্রীর সাথে ডেট করেছেন।

বি টাউনে রণবীরকে নিয়ে বিতর্ক কম নেই। তার চরিত্র থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত দিক বারবার চর্চার শিরোনামে উঠে আসে। এবার এই বিষয় নিয়েও মুখ খুললেন স্ত্রী আলিয়া। বলেন, “রণবীরকে নিয়ে কয়েক ডজন লেখা বেরিয়েছে যে ওর স্বভাব কতটা খারাপ, এই, সেই! আমি তো অবাক। দুনিয়ায় এত কিছু ঘটছে, যা নিয়ে লেখা দরকার। তা না করে দু’জন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া চলছে”।