ছয় বছরের সাংসারিক জীবন। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পরিবারে নতুন অতিথি এসেছে এখন। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে অভিনেতা-স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।
সম্প্রতি জন্মদিন ছিল দীপিকার। বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেই ছুটি কাটিয়েই ফিরলেন মঙ্গলবার। তবে সঙ্গে কন্যা দুয়ার দেখা মেলেনি। বেশ হাসিখুশি হয়ে পাপারাৎজিদের সামনে পোজ দিলেন এই দম্পতি।
গাঢ় নীল রঙের শার্ট পড়েছিল রণবীর। দীপিকার পড়নে ছিল একটি ওভারসাইজড শার্ট এবং ব্যাগি ট্রাউজার্স। চোখে বড় গগলস। ভক্তদের গলা জড়িয়েও পোজ দিতে দেখা যায় রণবীর সিংকে।
বলিউডের আইডিয়াল জুটিগুলির মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর জুটি। রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বেশ খানিকটা মুষড়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখনই তার জীবনে আসেন রণবীর সিং। এরপরই ভীষণভাবে রঙিন হয়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।