এনার্জি নেই একটুও, বিনা মেকআপেই সিদ্ধি বিনায়কের মন্দিরে দীপিকা! আগলে রাখলেন রণবীর

Avatar

Published on:

সন্তান জন্মের পরেই ছাড়লেন পুরোনো বাড়ি! হঠাৎ কী হল রণবীর-দীপিকার?

হাতে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান। প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। অন্তঃসত্তাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে ফটো শিকারীদের নজরবন্দী হলেন তিনি।

সবুজ মীনাকাজের বেনারসিতে সেজেছেন দীপিকা। রণবীরের পরনে সাদা খান-স্যুট। শক্ত করে ধরা রয়েছে দীপিকার হাত। অতি সাবধানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। স্ত্রীর দিকে খেয়াল আছে সর্বক্ষণ।

   
 ⁠

দীপিকাকেও সাবধানী দেখালো অনেকটাই। মন্দিরে যাওয়ার রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে শরীর বেশ খারাপের দিকে। গলা-হাত খালি, শুধু কানে দুল পরেছেন, চুল চুড়ো করে বাঁধা, মেক-আপও নেই ছিঁটেফোঁটা । রণবীর ডন ৩-র কাজ ফেলে আপাতত মুম্বইতে, স্ত্রীর কাছে, স্ত্রীকে যত্নে আগলে রাখতে।

  
 ⁠

দীপিকার মা হওয়া নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছিল। গুঞ্জন উঠেছিল সারোগেসির মধ্যে দিয়ে ঘরে আসছে সন্তান। সব নিয়ে জোর আলোচনা তখন নতুন সদস্যকে স্বাগত জানানোর দিন কয়েক আগেই স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এক মাতৃত্বকালীন ফটোশুট করেছেন দীপিকা। বেবিবাম্প দেখিয়ে ছবি তুললেন তিনি।

রণবীর-দীপিকার ঘনিষ্ট মহল সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন দীপিকা। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি। এই তারিখেই যে জন্মাবে সে তা নিশ্চিত করে কখনও বলা যায় না। সময় সাধারণত একটু এগিয়ে আসে। এই মুহূর্তে কাজ থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।