আবারও বড় পর্দায় ফিরছে দীপিকা-রণবীরের জুটি! কবে মুক্তি পাবে এই নতুন ছবি?

Published on:

আবারও বড় পর্দায় ফিরছে দীপিকা-রণবীরের জুটি! কবে মুক্তি পাবে এই নতুন ছবি?

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বলিউডে বহুল আলোচিত জুটি। প্রেম চলাকালীন সময় থেকে বিচ্ছেদ সব সময়ই শিরোনামে তাঁরা। বিচ্ছেদের পরেও তাঁদের ছবি করতে দেখা গিয়েছিল।

বর্তমানে উভয় পক্ষই বিবাহিত। সন্তানও রয়েছে দুজনেরই। কিন্তু শোনা যাচ্ছে ফের একবার একসঙ্গে বড় পর্দায় দেখা মিলবে তাঁদের। করণ জোহরের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের।

   
 ⁠

করণ জোহর গত মাসেই এই নতুন ছবির ঘোষণা করেছে। নায়কের চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান।কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। এখানেই ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা ও রণবীরকে।

  
 ⁠

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে নয়না ও বানির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীরকে। জানা গিয়েছে, এখানেও নয়না ও বানি হিসাবেই দেখা যাবে তাঁদেরকে। তবে শুধু দীপিকা-রণবীরই নন। আদিত্য রয় কপূর ও কল্কি কেকলাঁকেও ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে।