কাজ করতে গেলে মনোবিদের প্রয়োজন খুব! হঠাৎ কেন এই মন্তব্য দীপিকার?

Published on:

কাজ করতে গেলে মনোবিদের প্রয়োজন খুব! হঠাৎ কেন এই মন্তব্য দীপিকার?

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। জন্মের কয়েকদিনের মধ্যেই এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দীপিকা। সন্তানের সমস্ত কাজ তিনি একা হাতেই করতে চান। আর সেই জন্যই কাজ থেকে লম্বা বিরতি নিয়েছেন। অভিনেত্রী এবার এক অভিনব মত পোষণ করলেন।

দীপিকা পাড়ুকোন বরাবরই স্পষ্ট কথা বলেন। নিজের অভিমত জানিয়ে থাকেন। এবার তিনি মনে করেন শুটিং ফ্লোরে চিকিৎসকের পাশাপাশি একজন করে মনোবিদ রাখা প্রয়োজন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই নিজেরাই মনোভাব জানিয়েছিলেন।

   
 ⁠

নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে দীপিকা বলেন, “আমার কাজ এবং জীবন ঠিকঠাক চলছিল, তবুও এক অজানা আতঙ্ক কাজ করছিল। তখন আমার মা আমাকে প্রশ্ন করতে শুরু করেন, প্রেম, কাজ এসব নিয়ে। তিনি বুঝতে পারেন, আমার মানসিক স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে যাচ্ছে এবং সেই সময় তিনি আমাকে মনোবিদের কাছে পাঠান”।

  
 ⁠

এরপরেই তাঁর মত, “আমি চাই আগামী কয়েক বছরে, ছবির সেটে একজন মনোবিদের উপস্থিতি নিশ্চিত করা হোক”।
শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।