সন্তান আসার আগেই বড় সিদ্ধান্ত দীপিকার! রণবীরের কি মত রয়েছে এতে?

Published on:

বাড়িতে এসেছে বেবি সিম্বা! মেয়েকে নিয়ে বিশেষ কথা জানালেন রণবীর সিং

হাতে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান। আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা।অন্তঃসত্তাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। তবে এবার এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গিয়েছে তাঁর এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় রয়েছে রণবীরেরও।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


কিছুদিন আগেই দেখা গিয়েছিল, রোহিত শেট্টির নতুন ছবি ‘সিংহম আগেইন’ ছবির শুটিং করছেন তিনি জোর কদমে। সেখানেই ক্যামেরা বন্দী হয়েছেন তিনি। পুলিশের উর্দিতে শুটিং ফ্লোরে হাজির দীপিকা। এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও গত বছর অক্টোবর মাসেই অভিনেত্রীর চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল।

   
 ⁠

তবে এবার এই যাবতীয় কাজ থেকেই অবসর নিতে চলেছেন অভিনেত্রী কিছু দিনের জন্য। বলিউডের অন্দরের খবর, সন্তান জন্ম নেওয়ার পর নাকি বেশ কিছুটা লম্বা সময় আর কাজে ফিরবেন না তিনি। সেই সময়টা পুরোটাই দেবেন হবু সন্তানকে। তাঁর বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত কাছ থেকে দেখতে চান তিনি।

  
 ⁠

এছাড়াও শোনা যাচ্ছে, নাকি সন্তানের জন্য ন্যানি রাখার বিষয়ে ঘোর আপত্তি রয়েছে তাঁর। বাকি সেলেব মায়েদের পথে না হেঁটে সন্তানের কাজ তিনি নিজেই করতে চান। নিজের সন্তানের যাবতীয় কাজ তিনি নিজের হাতেই করতে চান।