ভাইরাল

‘বাপের মেট্রো নাকি’? সাতসকালে ভরা মেট্রোয় চরম চুলোচুলি দুই মহিলার! ভিডিও ভাইরাল

সাত সকালেই মেট্রোতে তুমুল হাতাহাতি দুই মহিলার। আর সেই মারপিট দেখে তাজ্জব মেট্রোর ওই কামরার যাত্রীরা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি দিল্লি মেট্রোর।

দিল্লির মেট্রো, অফিস টাইম। স্বাভাবিক ভাবেই ভিড় ছিল সকাল বেলা। তখনই দুই মহিলা যাত্রীর মধ্যে মেট্রোয় দাড়ানো নিয়ে তীব্র বচসা বাঁধে। সেই ঝগড়া এমন পর্যায় যায় যে হাতাহাতি পর্যন্ত লেগে যায়। একজন আর একজনকে বলে ওঠে, “তেরে বাপ কি মেট্রো হ্যায়”।

এরপর ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক মহিলাকে অন্য মহিলাকে ধাক্কা দিতে দেখা যাচ্ছে। এর পর দুজনেই একে অপরকে বলে – ‘তেরে বাপ কি মেট্রো হ্যায়’। এরপরে ঝগড়া করে একজন বসার আসন ছিনিয়ে নেন। এবং সেখানে বসে পড়েন। ভিডিওটি এত পর্যন্তই দেখা গিয়েছে।

‘দিল্লি মেট্রোতে দাঁড়ানোর জায়গা নিয়ে দুই মহিলার বচসা’, শীর্ষক ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। @gharkekalesh নামক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও টি পোস্ট করেছেন একজন। পোস্ট করা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Back to top button