ঘনিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ! কবে কোথায় জন্ম নেবে দীপিকার সন্তান? প্রকাশ্যে তথ্য

Avatar

Published on:

কন্যাকে আঁকড়ে ধরে দীপিকা! হাসপাতাল থেকে ভাইরাল দীপবীরের সদ্যজাতের ছবি

হাতে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান। প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। অন্তঃসত্তাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। তবে এবার সন্তান কবে কোথায় ভূমিষ্ঠ হবে সেই তথ্য এল প্রকাশ্যে।

রণবীর-দীপিকার ঘনিষ্ট মহল সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন দীপিকা। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি। এই তারিখেই যে জন্মাবে সে তা নিশ্চিত করে কখনও বলা যায় না। সময় সাধারণত একটু এগিয়ে আসে। এই মুহূর্তে কাজ থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

   
 ⁠

নায়িকা আপাতত ব্যস্ত তাঁর সন্তানের জন্য নার্সারি তৈরি করতে। হবু সন্তানকে নিয়ে সেখানেই থাকবেন তিনি। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।

  
 ⁠

কিছুদিন আগে এক গিফট ব্র্যান্ডের তরফে দীপিকার হবু সন্তানের জন্য কিছু উপহার পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের ব্যান্ড দিয়ে প্যাকেট করা রয়েছে। পুরো উপহারের বাক্সটি। এখন সবাই জানে ছেলে সন্তান বোঝাতে নীল রং আর মেয়ে সন্তান বোঝাতে গোলাপী রং ব্যবহার করা হয়ে থাকে।

উপহারে নীল রঙের ব্যবহার দেখেই সকলে নিশ্চিত হয়েছেন বিদেশ থেকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এসেছেন রণবীর-দীপিকা। এই দেখেই অনেকে প্রতিবাদ জানিয়ে বলেছেন, যা করেছেন তা তো বেআইনি। অন্য দেশে অসুবিধে না থাকলেও ভুলে গেলে তো চলবে না আপনি ভারতীয় নাগরিক।