দেবের ব্যোমকেশে অনির্বাণের চমক! জানেন আর কোন কোন ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন?

বিরসা দাশগুপ্তর ব্যোমকেশ ও দুর্গারহস্যতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। এই নিয়ে প্রথম থেকেই সমালোচনার ঝর উঠেছিল। অনেকেই বলেছিল তাঁকে এই চরিত্রে মানাবে না। এবার অনির্বাণ ভট্টাচার্য্যকে সঙ্গে নিয়েই ট্রেলর লঞ্চ করলেন অভিনেতা।
১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শেষ হল এই দুই শিবিরের দ্বৈরথ। তবে এই প্রথম নয় এর আগেও বেশ কিছু সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
দেবের গোলন্দাজ ছবির কথা মনে আছে? সেখানে দেবকে দেখা গিয়েছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। আর অনির্বাণকেও দেখা গিয়েছিল বিপ্লবী চরিত্রে। কখনও তিনি বহুরূপীর দলে আবার কখনও তিনি সন্ন্যাসী সেজে ধরা দিয়েছিলেন পর্দায়।
এছাড়াও আরশিনগর সিনেমাতেও এই দুই অভিনেতাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। অপর্ণা সেন পরিচালিত এই ছবিতে ডেবিউ করেছেন অনির্বাণ। আরশিনগর’-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব এবং তাঁর প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে। অন্যদিকে, সৃজিতের উমা ছবিতেও তাদের দেখা গিয়েছে।
ফের বড় পর্দায় আসছে ব্যোমকেশ। এবার বিরসা সেনগুপ্তর ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। অজিতের ভূমিকায় অভিনয় করছেন অম্বরীশ।