সিনেমা

ছবি মুক্তি পেতেই দক্ষিণেশ্বরে দেব! ভবতারিণীর গর্ভগৃহে ঢুকে ছবি দিতেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১১ ই আগস্ট মুক্তি পেল দেবের ব্যোমকেশ ও দুর্গারহস্য। এদিন ছবি মুক্তি পেতেই দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিনীর কাছে পুজো দেন অভিনেতা। সেই পূজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কটাক্ষের ঝড় উড়ে এলো। প্রশ্ন উঠতে শুরু করল ভবতারিণীর গর্ভগৃহে কিভাবে কেউ প্রবেশ করতে পারে।

এদিন ছবি রিলিজের পর সাত সকালে দক্ষিণেশ্বরে পুজো দিলেন দেব।নীল পঞ্জাবি,হাতে পুজোর ডালা, কপালে সিঁদুরের টিপ পড়ে একেবারে গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়েই ছবি তুললেন দেব। এরপর সেই ছবি পোস্ট করেন তিনি। অপর আর একটি ছবিতে দেখা যায় শিবলিঙ্গে জল ঢালছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘সবার ভালো হোক #harharbyomkesh’।

এই ছবি দেখেই বেশ কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন। দক্ষিণেশ্বরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই সাধারণ মানুষের। বাইরে থেকে দাঁড়িয়ে দেবী প্রণাম করতে হয়। পুরোহিতদের হাতেই ডালা দিয়ে পুজো দিতে হয়। এটাই নিয়ম চিরকালের। সেখানে দেব কিভাবে গর্ভগৃহে প্রবেশ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কেউ লিখেছেন, “তারকা বলেই ভিতরে ঢুকে ঠাকুরের সঙ্গে ফোটো তুলেছে। আর সাধারণ মানুষকে একটু ভালো করে ঠাকুর দর্শণেরও সুযোগ দেয় না কতৃপক্ষরা”। আবার কারোর কথায়, “তারকাদের জন্য সব ছাড়। এদিকে সাধারণ মানুষরা মোবাইলই ভিতরে নিয়ে যেতে পারে না। ফটো তোলা তো ছাড়”।

তবে বিতর্ককে দূরে সরিয়ে এখন ছবির সাফল্যের প্রার্থনায় রয়েছেন দেব এবং তার ভক্তরা।ট্রেলারে সত্যান্বেষীর পাশাপাশি ভিন্ন অবতারে দেখা গিয়েছে দেবকে। পরনে একরঙা কাপড়ের থান। গলায় তিন থাক রুদ্রাক্ষের মালা। হাতে ত্রিশূল নিয়ে অন্য মেজাজে ধরা দিয়েছিলেন টলিউড সুপারস্টার। বক্সঅফিসে কতটা ব্যবসা করতে পারে দেব-বিরসা জুটি সেটাই এখন দেখার।

Back to top button