উত্তম কুমারের ‘নায়কের’ ভূমিকায় দেব? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে

ফের চমক দিতে চলেছেন দেব। এবার উত্তম কুমারের বেশে খানিকটা বলা যেতে পারে। যা নিয়ে জল্পনা তুঙ্গে টলিউডে। যদিও চূড়ান্ত কিছুই হয়নি এখনও। তবে জল্পনা যদি সত্যি হয় তাহলে তা নিঃসন্দেহে বড় চমক হবে তা বলার অপেক্ষা রাখেনা।
বিষয়টি হল, সত্যজিৎ রায় পরিচালিত মহানায়ক উত্তম কুমার অভিনীত নায়ক ছবির অবলম্বনে একটি ছবির পরিকল্পনা করছেন দেব। ছবিতে মুখ্য চরিত্রেও তিনিই থাকছেন। শোনা যাচ্ছে, রামকমল মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করবেন। টালিগঞ্জের একটি সূত্রের দাবি, তথাকথিত রিমেক ছবি হবে না এটি। ‘নায়ক’ ছবিটির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এই ছবির পরিকল্পনা করা হয়েছে।
জানা গিয়েছে, এই নিয়ে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের সঙ্গে কথাও হয়েছে প্রাথমিক স্তরে। ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল ‘নায়ক’। যা সত্যজিৎ রায়ের অন্যতম সেরা কাজ হিসেবে গণ্য করা হয়। এরপর অটোগ্রাফ ছবিতে অবশ্য নায়ক ছবি এবং সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানানো হয়েছিল। তারপর আবার এই সিনেমা হলে সেটা কত টা দর্শকদের মন জয় করতে পারে সেটা দেখার।
প্রসঙ্গত, দেবের হাতে এখনো এমনিতেই তিনটে বড় বড় ছবি রয়েছে। আগামী মাসে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও তার কাজ করার কথা ঘোষণা করেছেন দেব। এখন নায়ক কতটা বাস্তবায়িত হবে সেই নিয়েই জল্পনা চলছে টলিপাড়ার অন্দরে।