সিনেমা

জ্বর গায়েও উত্তরবঙ্গে শুটিংয়ে হাজির দেব! উত্তরবঙ্গে ‘প্রধান’ শুট নিয়ে কী বললেন সৌমিতৃষা?

ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় পাড়ি দিয়েছেন ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা। দেবের সঙ্গে আগামী ছবি প্রধানে জুটি বাঁধছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই শুটিং। মিঠাইয়ের তকমা ঝেড়ে ফেলে এবার দেবের নায়িকা হয়ে ওঠার পালা। কিন্তু প্রধানের শুটিং শুরু হতেই দেব কে নিয়ে কী বললেন তিনি জানেন?

ইতিমধ্যেই গোটা প্রধানের টিম পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে শুটিংয়ের জন্য। দেব পৌঁছনোর একদিন পরে সেখানে পৌঁছেছে সৌমিতৃষা। জোর কদমে চলছে শুটিং। কিন্তু এর মধ্যেই জ্বরে কাবু হয়ে গিয়েছেন দেব। প্রচণ্ড জ্বর নায়ক তথা প্রযোজকের। এবার এই নিয়েই মুখ খুললেন প্রধানের নায়িকা।

সৌমিতৃষা এই প্রসঙ্গে বলেন, “গায়ে-হাতে-পায়ে ব্যথা আছে, একটু দুর্বলও লাগে, ভাইরাল জ্বরে যেমনটা হয়।তবে শুটিং বন্ধ হয়নি একেবারেই। বরং আমি শুনেছিলাম আগেরদিন আনেক রাত পর্যন্ত শুটিং করেছেন উনি।লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট। এটা সত্যি শেখার। তাঁর জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। সেখানে শুট বাতিল তো দূরের কথা”।

দেব সৌমিতৃষার পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের। দেবের আত্মীয়ার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সঙ্গে দেখা যাবে ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এই দুই প্রবীণ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার নবাগতা সৌমিতৃষার কাছে।

Back to top button