বিনোদন

উত্তরবঙ্গে শুটিংয়ের ফাঁকে কীভাবে মা কে সময় দিচ্ছেন দেব? ছবি শেয়ার করে যা লিখলেন অভিনেতা

এখন উত্তরবঙ্গে চুটিয়ে শুটিং হচ্ছে প্রধানের। গোটা টিম সেখানে উপস্থিত রয়েছে। দারুন ব্যস্ততার মধ্যে চলছে কাজ। এর মধ্যেই সময় করে মা কে নিয়ে পাহাড়ি শহর দেখতে বেরিয়ে পড়লেন অভিনেতা তথা ছবির প্রযোজক দেব। নদীর জলে পা ডুবিয়ে দারুন মজা করলেন দুজনে।

উত্তরবঙ্গে এখন টানা অনেকদিনের শ্যুটিং শিডিউল। জোর কদমে চলছে শুটিংয়ের কাজ। এদিকে শ্যুটিংয়ের ফাঁকেই সময় বের করে মাকে নিয়ে বেড়াতে বের হলেন দেব। মা নিয়ে ঘুরে বেড়ানোর এই ছবি অভিনেতা নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ওই ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি নদীতে পা ডুবিয়ে দারুন উপভোগ করছেন মায়ে-পোয়ে। মা মৌসুুমী অধিকারীকে শাড়ি পরেই জলে নেমেছেন। অপরদিকে দেবের পরনে জিন্স আর ক্যাজুয়াল শার্ট।

এদিকে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েই জ্বর এসেছিল দেবের। তাও এই নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। কোনও ভাবেই কাজের ক্ষতি যেন না হয় সেদিকে কড়া নজর ছিল তাঁর। এই প্রসঙ্গে ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডু জানান, “গায়ে-হাতে-পায়ে ব্যথা আছে, একটু দুর্বলও লাগে, ভাইরাল জ্বরে যেমনটা হয়।তবে শুটিং বন্ধ হয়নি একেবারেই। বরং আমি শুনেছিলাম আগেরদিন আনেক রাত পর্যন্ত শুটিং করেছেন উনি।লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট। এটা সত্যি শেখার। তাঁর জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। সেখানে শুট বাতিল তো দূরের কথা”।

Back to top button