নিজেকে বিচ্ছিন্ন রাখা সহজ নয়! বছর শেষে নিজের কোন অসহায়তার কথা জানালেন দেবলীনা?

Published on:

নিজেকে বিচ্ছিন্ন রাখা সহজ নয়! বছর শেষে নিজের কোন অসহায়তার কথা জানালেন দেবলীনা?

উত্তম কুমারের পরিবারে বিয়ে করে গেছেন বিধায়ক দেবাশীষ কুমারের কন্যা দেবলীনা কুমার। মহানায়কের নাতি গৌরবকে বিয়ে করে দিব্যি সুখে সংসার করছেন অভিনেত্রী। ক্যারিয়ার ও পরিবার একই হাতে সামলাচ্ছেন দু জায়গা। কিন্তু বছর শেষে জানালেন নিজের অসহায়তার কথা।

বর্ষশেষে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “নিজের সব অনুভূতি প্রকাশ করতে পারি না। খুব কাছের মানুষের কাছেও পারি না। বলতে পারেন, ভয় থেকেই নিজেকে প্রকাশ করি না। সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা সহজ নয়। কিন্তু শরীরের যত্নের পাশাপাশি মনের যত্ন নেওয়াও আবশ্যিক”।

   
 ⁠

লাইভে এসে গীতা, উপনিষদের একটি করে অনুচ্ছেদ পাঠ করছিলেন দেবলীনা। এরপরে তিনি বলেন, যাঁরা ওনার মতে বিশ্বাসী, ২০২৫-এ যাঁরা তাঁর মতোই নিজের নতুন ‘রূপ’ আবিষ্কার করতে চান— তাঁরা সহজ ভাষায় লেখা এই ধরনের গ্রন্থ পড়বেন।

  
 ⁠

ছোট থেকে নাচই ধ্যান জ্ঞান দেবলীনার। পড়াশোনার পাশাপাশি তাই এই নাচকে যত্ন করে আগলে রেখেছিলেন তিনি। পরে অবশ্য এই নাচ নিয়েই পড়াশোনা করেন। রবীন্দ্র নৃত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। আর তাতেই ডক্টরেট উপাধি হাতে পেয়েছেন।