বিনা মেকআপে ছবি দিতেই ত্বক নিয়ে মন্তব্য! উপযুক্ত জবাব দিয়ে মাত করলেন দেবলীনা কুমার

চেহারা নিয়ে সমালোচনার শিকার হতে হয় সেলেবদেরও। মোটা হলেও যেমন তাদের কথা শুনতে হয় সেরকম চেহারার পরিবর্তন করে হঠাৎ রোগা হয়ে গেলেও শুনতে হয় কটাক্ষ। কিন্তু এবার চেহারা নয় ত্বক নিয়ে মন্তব্য শুনতে হল অভিনেত্রী দেবলীনা কুমারকে। যদিও তা ছিল ইতিবাচক।
সম্প্রতি স্বামী গৌরবের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে একেবারেই সাদামাটা লুকে ধরা দিয়েছেন তিনি। বিনা মেকআপে ঘুরে বেড়িয়েছেন ইতিউতি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।
দেবলীনার বিনা মেকআপ লুক দেখে মুগ্ধ তাঁর এক অনুরাগী। অভিনেত্রীর পোস্টে তিনি লেখেন, ‘আপনার ত্বকটাই রিয়েলিস্টিক। তারকাদের পরিষ্কার, উজ্জ্বল ত্বক দেখে নিরাপত্তাহীনতায় ভুগি।’ এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন তিনি। লিখেছেন, “না বাবা আমি খুব সাধারণ”।
প্রসঙ্গত, ছোটবেলায় বেশ মোটা ছিলেন দেবলীনা কুমার। তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীর চর্চা করে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। এখন একেবারেই জিরো ফিগার এ নিয়ে এসেছেন নিজের চেহারাকে। কিন্তু মোটা থাকা অবস্থাতেও তাকে যেমন কটাক্ষ শুনতে হয়েছিল সেরকম রোগা হওয়ার পরেও তাকে একই রকম কটাক্ষ শুনতে হয়। তবে সব কিছুর জবাবই ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।