একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল ধরকন ছবিটি।
আবারও বড় পর্দায় ফুটে উঠবে অঞ্জলি দেব এবং রামের সেই অনবদ্য পাগল করা প্রেমের কাহিনী। ২৫ বছর পর আরও একবার দর্শকদের নস্টালজিয়াকে উসকে দিয়ে মুক্তি পেতে চলেছে এই রোমান্টিক ছবি। ধর্মেশ দর্শন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৩ মে।
২০০০ সালের ১১ আগস্ট মুক্তি পেয়েছিল এই ত্রিকোণ প্রেমের কাহিনী। মুহূর্তেই এই ছবি দর্শকদের মনের অত্যন্ত গভীরে প্রবেশ করেছিল এই ছবির প্রত্যেকটি গানই ছিল মন ছুয়ে যাওয়ার মত। যার ২৫ বছর পর আরো একবার সেই ছবিকে বড় পর্যায়ে দেখতে পাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা।
এর আগে একাধিক পুরনো ছবি নতুন করে আবার বড় পর্দায় মুক্তি পেয়েছে। তার মধ্যে রেহেনা হে তেরে দিল মে, বীরজারা, বর্ডার সহ একাধিক পুরনো ছবিগুলি রয়েছে।