বিনোদন

অসুস্থ ধর্মেন্দ্র! বাবাকে নিয়ে আমেরিকায় ছুটলেন সানি, কী হয়েছে অভিনেতার?

ধর্মেন্দ্রর বয়স এখন ৮৭ বছর। নানা ধরনের বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। কিন্তু এরমধ্যেই একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন ধর্মেন্দ্র। তাই এবার তাঁকে নিয়ে তড়িঘড়ি আমেরিকায় ছুটলেন তাঁর বড় ছেলে সানি দেওল।

সূত্রের খবর, অসুস্থ হলেও তেমন চিন্তার কিছু নেই। আগামী ২০ দিন মার্কিন মুলুকেই চিকিৎসা চলবে তাঁর। ততদিন সেখানে বাবার সঙ্গেই থাকবেন সানি। তবে বয়স হলেও এখনও বেশ সক্রিয় তিনি। কাজের পাশাপশি নিয়মিত শরীরচর্চাও করেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই করণ জোহরের ছবি রকি আউর রানী কি প্রেম কাহিনী ছবিতে দেখা গিয়েছে তাকে। সেখানেও দারুন অভিনয় করেছেন তিনি। ধর্মেন্দ্রর পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে দর্শকদের।

এদিকে, গদর ২ ছবিতে শেষ দেখা গিয়েছে সানি দেওলকে। এই ছবিটিও বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহেই ২৮৪.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। প্রথম ছবির মুক্তির প্রায় ২২ বছর পর এই ছবি মুক্তি পেয়েছিল। এই ছবি দেখতেও দারুন উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে।

Back to top button