পুজোর আগেই পুজোর আমেজ! ঢাকের তালে ধুনুচি হাতে নেচে উঠলেন তিন অভিনেত্রী

দুর্গাপুজোর এখনও বাকি ৭৪ দিন মত। কিন্তু তার আগেই পুজোর আমেজ এখন আকাশে বাতাসে, বিশেষ করে বাঙ্গালীদের মনে। আর সেই আমেজ নিয়েই ঢাকের তালে ধুনুচি হাতে নেচে উঠলেন তিন অভিনেত্রী।
পুজোর বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে শপিং। ইতিমধ্যেই পুজোর সাজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি।আসন্ন পুজোর মরশুমের কথা মাথায় রেখে তাদের পুজোর ফটোশ্যুট সেরে ফেলল ‘দ্য মাইক্রপোয়েমস’।সেই ফটোশ্যুটেই দেখা গেল উষসী রায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সি ও সঞ্চারি আঢ্যকে।
পুজোর মত করে সাজানো হয়েছিল গোটা বনেদি বাড়িকে। তারই মধ্যে ঢাকের তালে তালে নাচলেন তিন নায়িকা।একেবারে পুজোর সাজে লালপেড়ে সাদা শাড়ি পড়েই দেখা গিয়েছে তাঁকে।
এই ফটোশ্যুটের আয়োজন করেছেন অমল দাসের ‘দ্য ক্যাপচার’। বাঙালি বনেদি বাড়িতে সুবিশাল পুজোর আয়োজনে ছিলেন কৌস্তভ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কোথাও কোন পোশাক কম দামে পাওয়া যাবে তা নিয়ে খোঁজ খবর করাও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে বাতাসে এখন পুজো পুজো গন্ধ।