বিনোদন

দামী আবাসনে থাকাই কাল! হঠাৎ এমন কেন বললেন রচনা?

প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

রোজ বিকেলে এই দিদি নাম্বার ওয়ান দেখার জন্য মুখিয়ে থাকেন প্রতিটি ঘরের মহিলারা। আর সেই সঙ্গে কখন যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন এই রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন এত মহিলার জীবন সংগ্রামের কথা শোনেন তিনি। অনুপ্রেরণা জোগা়ন প্রতিযোগীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁকে কোথাও যেন ভরসাও করেন প্রতিযোগীরা। কিন্তু এই সঞ্চালিকার আবাসনই কিনা কাল হল। এই আবাসনে থাকার জন্যই নাকি তিনি আমন্ত্রণ পাচ্ছেন না কোথাও। এমন তথ্যই উঠে এলো সেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চেই।

আসল বিষয়টি হলো একটি এপিসোডে খেলতে এসেছিলেন ঋ, বুলবুলিরা। সেখানেই ঋ কে বলা হয় সে কেন কাউকে নিমন্ত্রণ করে না তার বাড়িতে। তার উত্তরেই অভিনেত্রী বলেন, “তুমি এমন জায়গা থেকে এখন বিলং করো যে আমি তোমায় ডাকব এটা ভাবতেই পারি না।আর্বানাতে থাকো, এত বড় পেন্টহাউস তোমার”।

এই কথা শুনেই হাসতে হাসতে কপালে হাত দেন তিনি। মজার ছলে বলেন, “এটা আমার কাল হয়েছে। কাল হয়েছে এটা আমার। আর হ্যাঁ, দেব থাকে পেন্টহাউসে, আমি না”। প্রসঙ্গত,
ব্যবসায়ী হওয়ার সঙ্গে সঙ্গে এখন প্রসাধনীর দুনিয়াতেও পা রেখেছেন তিনি।

Back to top button