কিউ আর কোড স্ক্যান করেই দিন ভিক্ষে! অভিনব পন্থা ডিজিটাল ভিখারীর

Avatar

Published on:

কিউ আর কোড স্ক্যান করেই দিন ভিক্ষে! অভিনব পন্থা ডিজিটাল ভিখারীর

কোটিপতি ভিখারির পর এবার ভাইরাল ডিজিটাল ভিখারি। ট্রেনে কিউ আর কোড নিয়ে ভিক্ষে করতে উঠেছেন এক ভিখারি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও ভাইরাল হতেই তাজ্জব বনে গিয়েছেন নেটাগরিকরা।

ট্রেনে উঠলেই ভিখিরিদের জ্বালায় অতিষ্ট হয়ে ওঠেন নিত্যযাত্রীরা। সব সময় কাছে খুচরো পয়সাও থাকে না তাদের দেওয়ার মত। তাই এবার ডিজিটাল যুগে ডিজিটালি ভিক্ষে চাইছেন ভিখিরি। কিউআর কোড স্ক্যান করেই নিচ্ছেন ভিক্ষে। এতে কেউ তার কাছে টাকা নেই এমনটাও বলতে পারবে না।

   
 ⁠

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লোকাল ট্রেনের প্রচণ্ড ভিড়ের মধ্যে এক ব্যক্তি গান গাইতে গাইতে হাতে কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন।যাত্রীদের মধ্যে অনেকেই এমন ডিজিট্যাল পদ্ধতিতে ভিক্ষা করতে দেখে অবাক হয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

  
 ⁠

জানা গিয়েছে, এই ভিডিওটি বিহারের বেত্তিয়া রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের। প্রায়ই বিহারে লোকাল ট্রেনের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।জানা গিয়েছে এই ভিক্ষুকের নাম রাজু প্যাটেল। আদতে বিহারের বাসিন্দা রাজু বিহারের বেত্তিয়া রেলওয়ে স্টেশনে ভিক্ষাবৃত্তি করেই বেঁচে রয়েছেন। তাঁর গলায় ঝোলানো একটি কিউআর কোড। কোড স্ক্যান করলেই তাঁর অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। প্রসঙ্গত সম্প্রতি এক আরো এক ভিখিরির কান্ড ভাইরাল হয়েছে। জানা গিয়েছে তিনি ভিক্ষে করে মাসিক আয় করেন ৭৫ হাজার টাকা।