সিনেমা

পাঁচশো কোটির দোরগোড়ায় গদর ২! ছবি দেখে কী জানালেন সানির প্রাক্তন প্রেমিকা?

প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেল তার সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে। বক্স অফিসে গদর ২ এতটাই ঝড় তুলল যে চলতি বছরের মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল। এদিকে ইতিমধ্যেই পাঁচশো কোটির দোরগোড়ায় এই সিনেমা। এবার এই ছবি দেখতে গেলেন সানি দেওলের প্রাক্তন প্রেমিকা ডিম্পল কাপাডিয়া।

সাদা শার্ট, মাথায় কালো টুপি আর মোটা ফ্রেমের চশমা পরে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ডিম্পল।আর সেখানে গিয়েরি পাপারাজ্জিদের ফ্রেম বন্দী হন বর্ষীয়ান অভিনেত্রী। এমনকি গাড়িতে বসে অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়ান তিনি।

জানা যায়, প্রায় ৩০ বছর ধরে সম্পর্কে ছিলেন সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়া। কিন্তু সানি দেওল কখনোই তাঁকে বিয়ে করতে চাননি। সম্পর্কের জল এতটাই গড়ায় যে নিজের দুই কন্যাকে নিয়ে রাজেশ খান্নার থেকে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল। সেই সময় সানি দেওয়াল তার সঙ্গ দিয়েছিলেন।যদিও বলিপাড়ার অধিকাংশের দাবি, ডিম্পলকে গোপনে বিয়েও করেছিলেন সানি। পরিবারের কোনও অনুষ্ঠানে, বলিপাড়ার কোনও পার্টিতে ডিম্পলকে নাকি নিজের স্ত্রী হিসাবেও পরিচয় দিয়েছেন সানি।’আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’, ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে সানি এবং ডিম্পলকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

কয়েকবছর আগে একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছিল, বিদেশের রাস্তায় হাতে হাত রেখে বসে আছেন সানি এবং ডিম্পল। এরপর গুঞ্জন শোনা যেতে থাকে, তাঁদের কোনোদিন ব্রেক আপই হয়নি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন দু’জনে।

প্রসঙ্গত, সিনেমার জগতে পা রাখার আগেই লন্ডন নিবাসী পূজা দেওলকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র পুত্র সানি। কিন্তু সেই কথা গোপন রেখেছিলেন সকলের কাছে। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে সেই কথা ভেবেই সানি এবং তার পরিবার তার প্রথম বিয়ের কথা চেপে গিয়েছিলেন একেবারেই।

Back to top button