অবশেষে পট পরিবর্তন! দীপা মিশকার দ্বৈরথে কি এবার ইতি পড়বে?

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপির দৌঁড়ে জগদ্ধাত্রীকে টপকে ফের এগিয়ে গেছে এই ধারাবাহিক। এবার ফের বদলে যাচ্ছে সূর্য ও দিপার সম্পর্কের সমীকরন। তবে এবার হয়তো মিশকা আর দীপার মধ্যে ঝামেলা থামতে পারে। কারণ গল্প মোড় নিচ্ছে অন্য দিকে।
অবশেষে পট পরিবর্তন হতে চলেছে গল্পের। পুলিশের হাতে ধরা পড়তে চলেছে মিশকা। নতুন গল্পে খুশি দর্শকও। পর্দায় তো সাপে নেউলে সম্পর্ক তাঁদের। কিন্তু বাস্তবে কেমন সম্পর্ক এই দুজনের? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন দীপা ওরফে স্বস্তিকা।
আরও পড়ুন: TRP বাড়াতে মহাপুরুষদের নিয়ে মজা? নিম ফুলের মধুর প্রোমো প্রকাশ পেতেই ক্ষুব্ধ দর্শক মহল
তিনি বলেন, “আমাদের বাস্তবের সমীকরণটা একেবারেই উল্টো। শট কাটলেই আমরা হাসাহাসি করি। ভাবি কী যে করছি আমরা। কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব দারুণ। এক ফোঁটা ঝামেলা নেই। এই সমীকরণের জন্যই মনে হয় এখনও আমরা এক নম্বরে”।
আরও পড়ুন: জগদ্ধাত্রী-ফুলকির হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবারে সেরার সেরা কে? টিআরপি তালিকায় বাকিরা কোথায়?
এদিকে পুজো প্ল্যানিং নিয়ে অভিনেত্রী জানান, এখনও কিছুই কেনা কাটা করা হয়নি তাঁর। কাজের চাপেই মূলত কেনা হয়ে ওঠেনি। তবে তাতে আক্ষেপ নেই। কারণ কাজই লক্ষ্মী। পুজোটাও কাজের মধ্যে দিয়েই কাটবে বলে জানান তিনি। কারণ বেশ কিছু অনুষ্ঠান আছে সঙ্গে উদ্বোধনও তো রয়েছে।