বিনোদন
অকালে চলে গেলেন দীপঙ্কর-কন্যা! ৭৯ বছর বয়সে মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ প্রবীণ অভিনেতা

কন্যা হারা হলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বড় কন্যা বৈশালী কুরিয়াকোসের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। স্বাভাবিক ভাবেই মেয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা।
বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন অভিনেতার বড় কন্যা বৈশালী কুরিয়াকোস। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈশালী। তাঁর স্বামী অনিল কুরিয়াকোসও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।
এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, “গত কালের ঘটনা। বড়সড় হার্ট অ্যাটাক হয়। তাই আর শেষরক্ষা করা গেল না। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না।”
অপরদিকে, দীপংকর বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী দোলন রায় জানান, “এই অবস্থায় কোনও বাবা কি ঠিক থাকতে পারেন? খুবই ভেঙে পড়েছেন উনি। আমরা গিয়েছিলাম।”