২৬ বছরের বড় পুরুষের সঙ্গে লিভ ইন! আর্তনাদ করে উঠেছিলেন অভিনেত্রীর মা-বাবা

Published on:

২৬ বছরের বড় পুরুষের সঙ্গে লিভ ইন! আর্তনাদ করে উঠেছিলেন অভিনেত্রীর মা-বাবা

দুজনের বয়সের পার্থক্য ২৬ বছর। কিন্তু তাও প্রেম অটুট এখনও। বয়স কোনও ভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি এই দম্পতির কাছে। দীপঙ্কর দে এবং দোলন নি রায়, অসম বয়সী জুটি হলেও সুখী জুটি হিসেবেই পরিচিত ইন্ডাস্ট্রিতে। তবে প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল না। এই সম্পর্কের কথা শুনে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন অভিনেত্রীর পরিবার।

কিন্তু এই অসম বয়সের প্রেমের কথা শুনে কী বলেছিলেন দোলনের পরিবার? অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে একবার জানান, “বাড়িতে বোম পড়ার মতো আওয়াজ হয়েছিল। বাবা-মা আর্তনাদ করে উঠেছিলেন। আমার আজও মনে আছে সেই দৃশ্যগুলো। এখন ভাবলে খুবই হাসি পায়”।

   
 ⁠

যদিও এখন পুরোটাই স্বাভাবিক। দোলন বলেন, “বাবা চলে গিয়েছেন। কিন্তু আমার মা এবং ভাইয়ের সঙ্গে এক্কেবারে আপন হয়ে গিয়েছেন দীপঙ্কর। মা ও ভাই খুব ভরসা করেন ওঁকে”।

  
 ⁠

দোলন রায়ের মা দীপঙ্করের থেকে ৪- ৫ বছরের ছোট। অপরদিকে অভিনেত্রীর বাবার সঙ্গেও বর্ষীয়ান অভিনেতার বয়সের ব্যবধান খুব বেশি নয়। দুই দশক ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। ২০২১ সালে বিয়ে করেন আইনিভাবে। দোলন তখন ৫০ ঊর্ধ্ব, দীপঙ্করের বয়স তখন ৭৬।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর জন্য কখনোই দীপঙ্কর বাবুর আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি। বরং বিচ্ছেদ হওয়ার অনেক পরেই তাঁদের আলাপ। তাই অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে দোলনের কোনওদিন বিবাদ হয়নি। এরপর একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।