না ফেরার দেশে পাড়ি বিদ্যা বালানের প্রথম পরিচালকের! ‘ভালো থেকো’ বলেই অভিভাবককে বিদায় জানালেন অভিনেত্রী

শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা গৌতম হালদার। তাঁর মৃত্যুতে কলকাতায় ছুটে এসেছেন বিদ্যা বালান। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয় তাঁর।
বিখ্যাত এই নাট্য ব্যক্তিত্বর হাত ধরেই প্রথম সেলুলয়েড জগতে পা রাখেন বিদ্যা বালান। গৌতম বাবু তাঁর কাছে পরিচালকের থেকেও বেশি অভিভাবক ছিলেন। তাই পিতৃসম একজনকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন অভিনেত্রী।
জানা যায়, শুক্রবার সকালেই সল্টলেকে নিজ বাসভবনে বুকের ব্যথা শুরু হয় গৌতম হালদারের। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয়েছে তার।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারের মৃত্যুতে শোকাহত। তাঁর মৃত্যু সংস্কৃতি জগতের জন্য এক বিরাট ক্ষতি।’
গৌতম হালদার ২০০৩ সালে তাঁর প্রথম বাংলা ছবি ‘ভালো থেকো’ তৈরি করেছিলেন। অভিনেত্রী বিদ্যা বালান প্রধান চরিত্রে ছিলেন। তিনি ২০১৯ সালে রাখি গুলজারের সঙ্গে ‘নির্বানা’ ছবিটি পরিচালনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্ত করবী’ সহ প্রায় ৮০টি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।