আমরা ‘গুডবাই’ বলতে পারিনি, যেখানেই আছো ভালো আছো! সুশান্তকে স্মরণ করে পুরনো স্মৃতিতে ডুব দিশার

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেওয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। মৃত্যুর তিন বছর পর হঠাৎই সহ অভিনেতার স্মৃতিচারণায় ভাসলেন অভিনেত্রী দিশা পাটানি।
২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। যদিও এখনো রহস্যের নিরসন হয়নি। তবে সুশান্তের প্রেমিকা রিয়ার দিকে তখন আঙুল উঠেছিল। সুশান্তের পরিবার এবং দিদি ও তাকে দায়ী করেছেন এই বিষয়ে। পুলিশের গ্রেফতারের পরেও ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী। এদিন হঠাৎই সহ অভিনেতাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন দিশা ।
অভিনেত্রী লেখেন, “হিন্দি সিনেমার প্রথম ছবি হিসেবে এই ছবিকে পেয়ে আমি কৃতজ্ঞ। আক্ষেপ করার জন্য জীবন খুবই ছোট। আমরা ‘গুডবাই’ বলতে পারিনি। আশা করি তুমি যেখানেই আছ, শান্তিতে আছ।”
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’তে সুশান্তের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল দিশাকে। তাঁর প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন দিশা। দারুন জনপ্রিয় হয়েছিল এই ছবি। সেই ছবি মুক্তির ৭ বছর পর সুশান্তের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন দিশা।