বিনোদন

চলতি বছরে মহালয়ায় কি এই চ্যানেলে মহিষাসুরমর্দিনী দিতিপ্রিয়া? কী বললেন অভিনেত্রী?

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পড়তে শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরো একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর।

এবারে জানা যাচ্ছে, জি বাংলার জন্য দুর্গা হতে পারেন দিতিপ্রিয়া রায়। এর আগে যদিও ২০২১ সালে স্টার জলসায় দুর্গা হয়েছেন দিতিপ্রিয়া। প্রশংসাও পেয়েছেন দর্শকদের থেকে। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী কিছুই খোলসা করেননি। তিনি জানান, “এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। চ্যানেল কতৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা অবধি অপেক্ষা করতে হবে জানার জন্য। প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়েছে কি না তা আমার জানা নেই। চ্যানেল আমাকে কিছু জানায়নি”।

সম্প্রতি ছক ভাঙ্গা নিয়ম থেকে বেরিয়ে নিত্যনতুন ছবি করে তাক লাগাচ্ছেন দিতিপ্রিয়া রায়। তার অভিনয় দক্ষতা দিনে দিনে আরো মজবুত হচ্ছে। প্রশংসা করেছেন দর্শকদের। ছোটপর্দায় সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করলেও নিজের অভিনয় দক্ষতায় এখন টেক্কা দিচ্ছেন বড় বড় শিল্পীদেরও।

Back to top button