মথুর তুমি পিঠে খাবে কইছিলে না? স্পোর্টস ব্রা পড়ে ছবি দিতেই ট্রোল দিতিপ্রিয়া, পাল্টা দিলেন অভিনেত্রীও

চেনা গন্ডি পেরিয়ে একের পর এক নিত্য নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগাচ্ছেন দিতিপ্রিয়া রায়। কিন্তু তাকে দেখলে আজও যেন মানুষ সেই রানী রাসমনির কথাই মনে করে রেখেছেন। এই চরিত্রে এতটাই আন্তরিক হয়ে উঠেছিলেন অভিনেত্রী যে দর্শকদের মনে তাকে দেখলেই প্রথমে রানী রাসমনির কথাই আগে মাথায় আসে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের বোল্ড ছবি পোস্ট করতেই কটাক্ষ ধেয়ে এলো।
দিতিপ্রিয়া রায় ছোটপর্দার রানি রাসমণির ইমেজ ভাঙতে এখন বদ্ধপরিকর তিনি। অভিনয় করে চলেছেন বড়পর্দায়। একের পর এক ছকভাঙা চরিত্রে। দর্শকদের কাছে প্রশংসিতও হচ্ছেন। তবে সদ্য একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলিংয়ের মুখে পড়লেন দিতিপ্রিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্পোর্টস ব্রা পড়ে ভিজে উন্মুক্ত পিঠের ছবি দিয়েছেন অভিনেত্রী। আর এই ছবি ভাইরাল হতেই নিন্দার সুর সোশ্যাল মিডিয়ায়। দিতিপ্রিয়ার ফটোশুটের ছবিটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি লাইন। ‘রাণীমা’র সংলাপ বলার ঢঙেই সেখানে লেখা, ‘এই যে বাবা মথুর, তুমি পিঠে খাবে কইছিলে না?’ যদিও পড়ে এই মিম টিকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ার এই সবকিছুতেই বিরক্ত অভিনেত্রী। এই ট্রোল মিম নিয়ে তিনি এখন আর খুব একটা মাথা ঘামান না বলেই জানালেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, এসব অনেকদিন ধরেই চলে আসছে। এখন তিনি আর খেয়াল রাখেন না কে কোথায় তাঁর ছবি নিয়ে কী করছে। তিনি শুধু নিজের কাজটা করছেন। আর সেটা নিয়েই চর্চায় থাকতে চান।