বিনোদন

হটপ্যান্টে বোল্ড লুকে দিতিপ্রিয়া! ‘রক্ষে করো রঘুবীর’ মন্তব্যে ট্রোল নেটপাড়ায়

সম্প্রতি ছক ভাঙ্গা নিয়ম থেকে বেরিয়ে নিত্যনতুন ছবি করে তাক লাগাচ্ছেন দিতিপ্রিয়া রায়। তার অভিনয় দক্ষতা দিনে দিনে আরো মজবুত হচ্ছে। প্রশংসা করেছেন দর্শকদের। তবে এত কাজের চাপের মাঝেও বেশ ঘুরতে পছন্দ করেন অভিনেত্রী। তাই মাঝেমধ্যেই সুযোগ পেলে কাছে পিঠে কিংবা দূরে বেরিয়ে পড়েন ঘুরতে। এবারেও তেমনি ঘুরতে যাওয়ার এক ছবি পোস্ট করলেন। আর ঘুরতে গেলেন মনের মানুষের সঙ্গে।

ছুটি কাটাতে টাকি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানের নানা ধরনের ছবিই পোস্ট করছেন তিনি। তেমনই কয়েকটি ছবি পোস্টের পরেই শোরগোল নেটপাড়ায়।ডেনিম হটপ্যান্ট ও নীল স্লিভলেস টিশার্টে একান্তে সময় কাটাতে দেখা যায় দিতিপ্রিয়াকে।

দিতিপ্রিয়ার এই বোল্ড ছবি দেখেই কমেন্টের বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন ‘রানিমার এ কী রূপ!’ কেউ আবার লিখেছেন ‘রক্কে করো রঘুবীর’। কেউ লিখেছেন ‘রানীমা এ কী দৃশ্য দেখছি’।তবে এইসব মন্তব্যকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মায়ের সঙ্গে টাকি গিয়েছিলেন তিনি।
মায়ের সঙ্গে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।ছোট থেকেই তার যাবতীয় আবদার মিটিয়ে এসেছেন তার মা। এমনকি তার প্রতিটি কাজে তার পাশে থাকা তাকে সাহস যোগানোর পেছনে একমাত্র অবদান তার মায়ের। এমনকি তার ক্যারিয়ারের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেছেন তার মা। এবার সে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লেন তিনি ঘুরতে।

কিছুদিন আগের এক ছবিতে দেখা গিয়েছে এক নৌকোতে বসে মনের আনন্দে ছুটি কাটাচ্ছেন তিনি। আর ক্যামেরার ওপারে রয়েছেন অবশ্যই তার প্রিয় বন্ধু এবং ভালোবাসার মানুষ তার মা। তবে অতীতে বারবার নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অভিনেত্রী। কিন্তু সেই দাবি তিনি করলেও এখন তার জীবনে কোন পুরুষ বন্ধুর আগমন ঘটেছে কিনা সেই বিষয়টি অবশ্য এখনো পর্দার আড়ালেই রেখেছেন দিতিপ্রিয়া।

Back to top button