প্রেম করছেন বলে আগেই জানিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া রায়। প্রথম দিকে প্রেমিকের নাম, পেশা কিছুই প্রকাশ্যে না আনলেও পরে জানিয়েছেন সবটাই। তবে এবারে জানালেন প্রথম ডেটের অভিজ্ঞতা।চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার শমীক মিত্রর সঙ্গে প্রথম আলাপে কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল সেই কথাই জানালেন তিনি।
অভিনেত্রী বলেন, “আমি আগে কখনও এ ভাবে ডেটে যায়নি। তাই প্রথম যেদিন শমীকের সঙ্গে দেখা করতে যাই মা-কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আরও দুজনকে। ওদের বলেছিলাম রেস্তরাঁর অন্য টেবিলে বসতে। কেউ তো আর বুঝতে পারবে না। তেমনটাই হয়েছিল। শমীকের সঙ্গে কথা এত ভাল লেগেছিল যে তখনই মাকে ডেকে আলাপ করিয়ে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়েছিল”।
দুই বাড়ির তরফেই তাঁদের সম্পর্কের কথা জানে। পরস্পরের বাড়িতেও যাতায়াত রয়েছে তাঁদের। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে দিতিপ্রিয়া বলেন, “প্রথম থেকেই চেয়েছিল সম্পর্কটা প্রাইভেট থাকুক। এখনও তাই চাইছি। এই নিয়ে অহেতুক আলোচনা হোক তা আমরা কেউই চাই না”।
কিছুদিন আগেই নিজের প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। স্বীকার করলেন প্রেম করছেন। কিন্তু তখন কে এই যুবক তা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এমনকি তিনি ইন্ডাস্ট্রির কেউ কিনা সেকথাও বলেননি। এই প্রসঙ্গে তিনি জানান, “হ্যা আমরা প্রেম করছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না। ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রটেছিল এর আগে। এবারটা সেরকম যেন না হয়, তাই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতই থাক”।
দিতিপ্রিয়ার এখন বয়স ২১ অপরদিকে এই ঋভু বাবুর এখন বয়স ২৩। তারা কবে সংসার জীবন শুরু করবেন সে কথা জানতে চাইলে দিতিপ্রিয়া বলেন, ” আমরা দু’জনেই বিয়ের জন্যে এখনও খুব ছোট। আমাদের প্রজন্মের অনেকেই বিয়ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে ফোকাস করছি”।